বর্ণ মালা কম্পিউটার সেন্টার সব সময় চেষ্টা করে যাচ্ছে আপনাদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও বেকারত্ব নিরসনে উল্লেখিত প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে দীর্ঘ দিন ধরে। এরই ধারাবাহিকতায় এবার আপনার জন্য থাকছে আমাদের প্রতিষ্ঠান থেকে নিজেই দক্ষতাসম্পন্ন হয়ে কাজ করার সুযোগ। যেমন, ফ্রিলেংসিন,গ্রাফিক্স ডিজাইন, ই কমার্স, ফটোশপ , অফিস প্রোগ্রাম ও মেধাভিত্তিক স্কলারশিপ অর্জন সহ আরো অনেক লক্ষউদ্দেশ্য নিয়ে পদার্পণ করছে শুধু আপনাদের চাহিদা অনুযায়ী ইনকামের সহয পদ্ধতিকে সামনে রেখে।
তবে স্কলারশিপে অংশ নেওয়ার ক্ষেত্রে আমাদের ফরম সংগ্রহ করা ও পরিক্ষায় অংশগ্রহণ করা আবশ্যক।
➡কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিবেন বুঝতে পারছেন না?
➡স্কলারশিপের পরীক্ষায় কি থাকবে?
➡কোন কোন বিষয়ে পরীক্ষা হবে?
ভয়ের কিছু নাই। আপনাদের সুবিধার কথা চিন্তা করেই আমরা আয়োজন করেছি পরীক্ষার প্রস্তুতি বিষয়ক প্রোগ্রাম। আমাদের এর সাথে সংযোগ থাকেন এবং সবকিছুই প্রশ্ন করে জেনে নিতে পারবেন আপনার জিজ্ঞাসা।
আমাদের সাথে অংশ নিন এবং আপনার প্রস্তুতির ধরণ জানিয়ে নিন।
সুতরাং সর্বক্ষেত্রে আপনাদের সকল প্রকার সহযোগীতা আমাদের একান্ত কাম্য।
My home address at Eidgah Cox\s Bazar. <br>At present, I am jobholder at general company ltd. (Chittagong division)